চীনে সার্স জাতীয় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:17:13

সার্স জাতীয় নতুন ভাইরাসে আক্রান্ত চীনের শত শত নাগরিক। শুক্রবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য দেন দেশটির গবেষকরা।

যুক্তরাজ্যের গবেষকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, সরকারি পরিসংখ্যানের তুলনায় আক্রান্ত লোকের সংখ্যা অনেক বেশি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে নতুন ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭২৩ জন।

গত ডিসেম্বরে উহান শহরে এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এ পর্যন্ত সেখানে মারা গেছেন দুইজন।

রোগের প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে প্রফেসর নীল ফার্গুসন বলেছিলেন, আমি এক সপ্তাহ আগের চেয়েও বেশি উদ্বিগ্ন।

এদিকে নতুন ভাইরাসে আক্রান্ত রোগীদের চিহ্নিত করার জন্য হংকং ও সিঙ্গাপুর সরকার তাদের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। সেখানে উহান থেকে আসা সব যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের তিনটি বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। কারণ আক্রান্ত ব্যক্তিদের দ্বারা এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উহান প্রদেশে ভাইরাসটি শনাক্ত করার পর থাইল্যান্ড ও জাপানেও একই ধরনের রোগী শনাক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর