শিক্ষিকার অশ্লীল মন্তব্যে ছাত্রীদের তরমুজ প্রতিবাদ!

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-30 16:03:47

‘যারা বোরকা পড়ার বদলে স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখে, তাদেরকে খোলা তরমুজের মত দেখায়।’ ভারতের কেরালার এক অধ্যাপক ছাত্রীদের পোশাক পরা নিয়ে এমন মন্তব্য করেছেন। এতে ছাত্রীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধ্যাপকের এমন মন্তব্যের প্রতিবাদে তরমুজ হাতে নিয়ে মিছিল করে ছাত্রীরা। জানা গেছে, জহ্বোর মুনাভির টি নামের ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেরালার কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের শিক্ষক । তিনি বলেন, ‘এখানে ৮০ শতাংশ ছাত্রীই ইসলাম ধর্মের, অথচ কোন ছাত্রী ইসলাম ধর্ম মোতাবেক পোশাক পরছে না। বোরকার বদলে তারা স্কার্ফ দিয়ে মুখ ঢাকছে। যার ফলে বক্ষ উন্মুক্তই থাকে এবং দেখে মনে হয় খোলা তরমুজ। এছাড়া ছাত্রীরা লেগিংস পরে ঘুরে বেড়ায় বলে পা সম্পূর্ণ দেখা যায়।’ এদিকে অধ্যাপকের এমন অসম্মানজনক মন্তব্যের জন্য শাস্তি দাবি করে কলেজের সমানে মিছিল করে ছাত্রীরা। মিছিলে পুলিশ বাধা দিলে তরমুজ ভেঙে প্রতিবাদ জানায় তারা।

এ সম্পর্কিত আরও খবর