চীনে মহামারী রোধে প্রেসিডেন্ট এর নির্দেশনা

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 22:37:16

চীনে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস করোনা। মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (২০ জানুয়ারি) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

ঢাকাস্থ চীনের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট সাম্প্রতিক এ মহামারী রোধে মনোযোগ দিতে হবে এবং তাদের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য অবশ্যই চেষ্টা চালাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভালভাবে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। দলীয় কমিটি এবং সরকারের সকল স্তরে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে জনগণের জীবন ও স্বাস্থ্যকে প্রথম অগ্রাধিকার দিতে হবে।

মহামারী প্রতিরোধে নিখুঁত পরিকল্পনা প্রণয়ন করতে হবে, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিচালনার জন্য সকল দলকে সংগঠিত করতে হবে, ব্যবহারিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মহামারীটির বিস্তার রোধ করতে হবে।

ভাইরাল সংক্রমণের কারণগুলো যত তাড়াতাড়ি সম্ভব সনাক্তকরণ এবং নজরদারি জোরদার করতে এবং চিকিৎসার প্রক্রিয়াটিকে যথাযথ করে তোলার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। সময়মতো মহামারী সংক্রান্ত তথ্য প্রকাশ করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর