রাশিয়ায় গরম পানি প্লাবিত হয়ে ৫ জন নিহত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 10:13:50

রাশিয়ায় গরম পানি প্লাবিত হয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় রাতে রাশিয়ার পেরমে শহরে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, রাশিয়ার পেরমে শহরে একটি ছোট হোটেলের গরম পানির পাইপ ভেঙ্গে পড়ে। এ সময় গরম পানি হোটেলটির একটি কক্ষ ও অন্য একটি ভবনের বেসমেন্টে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত হয়। এছাড়া তিনজনকে পোড়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পেরমে শহরের গভর্নর ম্যাক্সিম রেশেটনিকভ বলেছেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, আমি আইন প্রয়োগকারী এবং পর্যবেক্ষণ পরিষেবাদি দিয়ে এটি তদন্ত করব। আর বিশেষ ধন্যবাদ উদ্ধারকর্মীদের, যারা লোকজনকে উদ্ধার করতে যেয়ে নিজেরা আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা রিআইএ তাদের প্রতিবেদনে জানায়, গরম পানির যে পাইপটি বিস্ফোরিত হয়েছে তা ১৯৬২ সালে নির্মাণ করা হয়। কয়েকবার এটি ভেঙ্গে গিয়েছিলো। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাই এটির পরিবর্তন করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর