মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে অভিবাসীদের ঢল

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:52:24

দক্ষিণ মেক্সিকো সীমান্ত ধরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টাকালে শতাধিক অভিবাসী সুচিইয়েট নদীতে অবস্থান নিয়েছে বলে সোমবার (২০ জানুয়ারি) খবর প্রকাশ করেছে বিবিসি।

এসব অভিবাসীরা মূলত হন্ডুরাস থেকে আসা। সুচিইয়েট নদীর সেতু পারাপারের অনুমতি না পেয়ে তারা এ সিদ্ধান্ত নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে মেক্সিকো অভিবাসীদের অনুপ্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।

মেক্সিকান ন্যাশনাল গার্ড এর সৈন্যরা নদীতীর থেকে অভিবাসীদের সরাতে চেষ্টা করছে। তবে অভিবাসীরা পুলিশকে ফাঁকি দিয়ে মেক্সিকোতে প্রবেশের চেষ্টা করে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। অভিবাসীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

অভিবাসীরা গুয়াতেমালার শহর টেকুন উমানে অবস্থান নিয়েছে। তাদের মধ্য থেকে আট জন প্রতিনিধি মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা মেক্সিকোতে আশ্রয় চাইবে।

ক্যারাভান ২০২০ নামক একটি অভিবাসী দলের ৩৫০০ জনের মধ্যে ২০০০ জন সুচিইয়েট নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিল।

গুয়াতেমালা বলছে, বুধবার পর্যন্ত কয়েক হাজার অভিবাসী হন্ডুরাস থেকে এসেছে। সহিংসতা, দারিদ্র এবং হত্যা থেকে বাঁচতে মেক্সিকো সীমান্তে অনেক অভিবাসী পালিয়ে বেড়াচ্ছ।

এ সম্পর্কিত আরও খবর