বিক্রি হয়ে গেল ‘উবার ইটস’

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 10:24:17

ভারতে উবার তাদের ‘খাদ্য সরবরাহ সেবা’- ‘উবার ইটস’ বিক্রি করে দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এই সেবা অন্য একটি প্রতিষ্ঠান ‘জোমাটো’র কাছে বিক্রি করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এই খবর প্রকাশ করেছে বিবিসি।

বিক্রি হয়ে গেলেও খাদ্য সরবরাহ ব্যবসায় ৯ দশমিক শেয়ার থাকবে। এখন থেকে ‘উবার ইটস’ এর নিকট খাদ্য অর্ডার করলে তা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে জোমাটো’র কাছে।

উবার ইটস কিনে নেওয়ায় ‘জোমাটো’ তাদের প্রতিদ্বন্দ্বী ‘সুইগি’ থেকে এগিয়ে যাবে। ভারতের প্রায় ৫০০ শহরে ‘জোমাটো’ তাদের ব্যবসা চালাচ্ছে।

‘জোমাটো’র প্রতিষ্ঠাতা এবং সিইও দিপিন্দার গয়াল বিবিসিকে বলেন, ভারতে খাদ্য সরবরাহ ব্যবসায় আমরা এগিয়ে। এজন্য আমরা গর্বিত। নতুন এই উদ্যোগে আমরা আরও এগিয়ে যাবো।

২০১৭ সালে সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানি ‘উবার ইটস’ ভারতে তাদের ব্যবসা শুরু করে। শুরুর পর থেকে তারা ‘সুইগি’র সঙ্গে প্রতিযোগিতায় মেতে উঠে।

এ সম্পর্কিত আরও খবর