গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাতেরিনা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:49:54

ইউরোপের দেশ গ্রিসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ক্যাতেরিনা শাকেল্লারোপাউলো। বুধবার (২২ জানুয়ারি) গ্রিসের ক্ষমতাশীল দল কনজারভেটিভ পার্টি তাকে মনোনয়ন দেয়। আর দেশটির পার্লামেন্টের ৩০০ সদস্যর মধ্যে ২৬১টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

একতারিনি শাকেল্লারোপাউলো দেশটির একজন শীর্ষ স্থানীয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রথম নারী হিসেবে গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালতের কাউন্সিল অফ স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের মার্চের ১৩ তারিখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

গ্রিসের উত্তরের শহর জাঁথিতে জন্মগ্রহণ করেছে শাকেল্লারোপাউলো। তার বাবা গ্রিসের সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন। আর শাকেল্লারোপাউলো প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ করেছেন।

বর্তমানে এথেন্সে বসবাস করছেন শাকেল্লারোপাউলো। তিনি পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত অসংখ্য নিবন্ধন লিখেছেন এবং পরিবেশ আইন সম্পর্কিত একটি সমিতির সভাপতিত্ব করছেন।

এ সম্পর্কিত আরও খবর