আমেরিকায় ইরানি ব্যবসায়ীদের ভিসা বন্ধ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 12:09:40

ইরান-আমেরিকার চলমান দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করলো। ইরানি ব্যবসায়ীদের নতুন করে ভিসা প্রদান এবং ভিসা নবায়ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

বুধবার (২২ জানুয়ারি) মার্কিন রাষ্ট্রীয় দৈনিক ‘ফেডারেল রেজিস্টার’- এ সংক্রান্ত একটি নোটিশ (প্রজ্ঞাপন) দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে কোনো ইরানি নাগরিক আমেরিকায় দুই ধরনের ভিসা (ই-১ ও ই-২) ও এর নবায়নের জন্য আবেদন করতে পারবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে ই-১ ও ই-২ টাইপ ভিসা নিয়ে কত ইরানি বসবাস করছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি শিক্ষার্থীর ভিসা বাতিল করে তাকে আটক করে। এ ঘটনার দু’দিন পরই ইরানের প্রতি আরও কঠোর হলো যুক্তরাষ্ট্র।

ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে উঠে। এর জবাবস্বরূপ ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর