করোনা ভাইরাস সন্দেহে স্কটল্যান্ডের চার ব্যক্তিকে পরীক্ষা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:19:06

চীনের উহান থেকে ভ্রমণের পর স্কটল্যান্ডের চার ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস রয়েছে কিনা সন্দেহে পরীক্ষা করছে দেশটি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

এডিনবার্গ ইউনিভার্সিটির ইনফেকশন মেডিসিনের প্রধান জানান, স্কটল্যান্ডের চার ব্যক্তিকে চীনের উহান থেকে দেশে ফেরার পর সন্দেহভাজন প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের কারণে চীনের উহান শহরে ভ্রমণ ও শহরটি থেকে কাউকে বের না হতে নির্দেশনা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস চেয়ারম্যান লি বিন এ ঘোষণা দেন।

উল্লেখ্য, উহানের একটি স্থানীয় বাজার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে চীন। এবং ভাইরাসটি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে তারা এখন সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে বলে স্বীকার করেছে দেশটি। এর আগে চীন নিশ্চিত করেছিলো যে, মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস যা ইতোমধ্যে ছোঁয়াচে আকার ধারণ করছে।

 

এ সম্পর্কিত আরও খবর