তুরস্কে টানা দুই বছরের জরুরি অবস্থার প্রত্যাহার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:35:17

তুর্কি সরকার ২০১৬ সাল থেকে চলা জরুরি অবস্থা বৃহস্পতিবার প্রত্যাহার করেছে। তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় ১ টায় দীর্ঘ দুই বছরের জরুরি অবস্থা প্রত্যাহার ঘোষণা করে তুর্কি সরকার।

২০১৬ সালের ১৫ জুলাই পশ্চিমা সমর্থনপুষ্ট সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার পর ২০ জুলাই এরদোয়ান সরকার জরুরি অবস্থান জারি করে। এ অভ্যুত্থানে ২৫১ জন তুর্কি নাগরিক নিহত ও ২২০০ জন আহত হয় বলে তুর্কি সরকারী সংস্থাগুলো প্রকাশ করে।

তুর্কি সরকার ও এরদোয়ানের একে পার্টি এই অভ্যুত্থানের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কি ব্যবসায়ী ও ধর্মীয় নেতা ফতুল্লাহ গুলেন ও তার অনুসারীদের দায়ি করে থাকে। এ অভিযোগ বারবার অস্বীকার করেছেন গুলেন।

রাষ্ট্রে নির্বাচিত গণপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা ও দেশদ্রোহীদের চিহ্ণিত করার জন্য এই দুই বছর জরুরি অবস্থা জারি করে তুর্কি সরকার, জানায় আনাদোলু।

ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর