মিয়ানমার সেনার গুলিতে ২ রোহিঙ্গা নারী নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:37:32

দুই রোহিঙ্গা নারীকে গুলি করে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। শনিবার (১৫ জানুয়ারি) রাখাইন রাজ্যের নিক তাং গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামটির প্রধানের বরাতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

নিহত ওই দুই নারীর মধ্যে একজন গর্ভবতী অবস্থায় ছিল বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিচারক আদালত (আইসিজেতে) রোহিঙ্গাদের সুরক্ষার নির্দেশ দেওয়ার দুইদিন পরেই এই ঘটনা ঘটলো।

উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বুথিডাং জনপদের সংসদ সদস্য মাউং কিয়া জান বলেন, মধ্যরাতের দিকে নিক তাং গ্রামে কাছের একটি ব্যাটালিয়ন থেকে গুলি চালানো হয়েছে।

রয়টার্সকে মোবাইল ফোনে মাউং কিয়া জান জানান, এখন সেখানে কোনো লড়াই চলছে না। কিন্তু কোনো প্রকার লড়াই ছাড়াই সেখানে সেনা সদস্যরা গুলি চালায়। চলতি বছরের মধ্য মিয়ানমার সেনা কর্তৃক দ্বিতীয়বারের মতো বেসামরিক লোকদের হত্যা করা হল বলেও জানান তিনি।

তবে বিনা কারণে গুলি চালানোর কথা অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়, ভোরে বিদ্রোহীরা একটি সেতুতে হামলা চালিয়েছে। যার প্রেক্ষিতে তারা গুলি চালায়।

এ সম্পর্কিত আরও খবর