গর্ভপাত বিরোধী র‍্যালিতে অংশ নিলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:29:26

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে গর্ভপাত বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী ওয়াশিংটনে এ র‍্যালিতে যোগ দেন তিনি। আর ওই সময় ওয়াশিংটনের মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচারকার্য চলছিল।

র‍্যালিতে ট্রাম্প বলেন, আমরা খুব সাধারণ কারণেই এখানে উপস্থিত হয়েছি। জন্মগত ও অনাগত প্রতিটি শিশুর জন্মের অধিকার নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি।

১৯৪৭ সালে মার্কিন সুপ্রিম কোর্টে গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর থেকেই প্রতিবছর এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এ পর্যন্ত ট্রাম্প বাদে কোনো মার্কিন প্রেসিডেন্ট এই র‍্যালিতে অংশগ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে র‍্যালিতে অংশ নেয় মাইক পেন্স।

এদিকে র‍্যালিতে অংশ নিয়ে আসন্ন নির্বাচনের প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে বলতে থাকেন, আমরা ট্রাম্পকে ভালোবাসি এবং সামনের চার বছরেও তাকে ক্ষমতায় দেখতে চায়। ট্রাম্প বিরোধী কিছু সমর্থক আবার ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ সম্পর্কিত আরও খবর