ব্রাজিলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে নিহত ৩০

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:41:25

গত দুদিনে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন ও নিখোঁজ রয়েছে আরও সতেরজন। দেশটির স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) মিনাস গেরেইস প্রদেশের সিভিল ডিফেন্স অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ভূমিধসে ভবন ভেঙ্গে পড়ে সতেরজন নিখোঁজ হয়। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

নিহতের বেশিরভাগ ভূমিধসের কারণেই হয়েছে বলে জানান তারা।

দেশটির স্থানীয় টেলিভিশনগুলো জানায়, প্রবল বৃষ্টিপাতে নদীগুলোর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং পাড়সমূহ এলাকায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া কয়েকটি মহাসড়ক পানিতে তলিয়ে গেছে ও গাছপালা উপড়ে পড়ছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে রিও ডি জেনেইরো এবং এস্পিরিতো সান্টোতে বন্যা দেখা দিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মিনাস গেরেইস প্রদেশের রাজধানী বেলো হরিজনতে ১৭২ মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। আর রোববারের বৃষ্টিপাত কমবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর। তবে প্রদেশটির সরকারি কর্তৃপক্ষ ভূমিধসের জন্য সতর্কতা জারি করে রেখেছে।

এ সম্পর্কিত আরও খবর