ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 01:16:25

ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিকট গ্রিন জোনে ফের রকেট হামলা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এই হামলা চালানো হয়।

হামলা সম্পর্কিত বিষয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন যৌথ অপারেশন কমান্ড। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাসের নিকট নদীর তীরে পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তাদের এক সূত্রের বরাতে জানায়, রকেটগুলোর মধ্যে তিনটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত করেছে।

চলতি মাসের মধ্যে গ্রিন জোনে এটি তৃতীয় হামলা। তবে মার্কিন দূতাবাসকে আঘাত করা এটিই প্রথম। তবে কে এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলার পরে এক বিবৃতি দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী। বিবৃতিতে তিনি হামলার তীব্র নিন্দা জানান। তিনি এই হামলাকে আগ্রাসন বলে অভিহিত করেছেন যা ইরাককে যুদ্ধের অঞ্চলে পরিণত করতে পারে।

আর পাল্টা এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের দূতাবাসকে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর