স্বামীর মৃত্যুর ছয় বছর পর প্রকাশ্যে কিমের ফুফু

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 02:33:57

স্বামীর মৃত্যুর দীর্ঘ ছয় বছর পর প্রকাশ্যে হাজির হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর ফুফু কিম কিং-হুই। সর্বশেষ ২০১৩ সালে তাকে দেখা গিয়েছিল।

কিম কিং-হুই হলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সংগের মেয়ে এবং প্রাক্তন নেতা কিম জং-ইলের বোন।

২০১৩ সালে কিম কিং-হুই এর স্বামী চ্যাং সং-থেক কে ফাঁসি দেয় কিম জং উন। বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়। এরপর থেকেই কিম কিং-হুই কে আর দেখা যায়নি।

কিন্তু রোববার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ একটি ছবি প্রকাশ করেছে যেখানে কিম কিং-হুই কে দেখা যায়। ওই ছবিতে দেখা যায়, কিম কিং-হুই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশের আসনে বসে রয়েছেন।

ছবিটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বলে জানা যায়। ওই সময় সেখানে নববর্ষের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অনেকটা উচ্ছ্বাসিত দেখা যায় কিম কিং-হুই কে।

এ বিষয়ে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে'র সম্পাদক অলিভার হথাম বলেন, তার উপস্থিতি একটি আশ্চর্য ঘটনা ছিল।

তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার অনেক পর্যবেক্ষক ধরে নিয়েছিলেন যে কিম কিং-হুই তার স্বামীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাসনে চলে গিয়েছিলেন। এমনকি ধারণা করা হতে তাকেও হত্যা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর