চিঠিতে ইরানের কাছে ক্ষমা চাইল মার্কিন নাগরিকরা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-07-28 01:18:17

ইরানের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে মার্কিন একটি শান্তি সংগঠন। প্রায় দশ হাজার মার্কিনির সই করা চিঠিতে একই সঙ্গে দুঃখ প্রকাশ করা হয়েছে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে স্বয়ং দেশটির নাগরিকরাই বিরোধিতা করছে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।

‘কোড পিঙ্ক’ নামক মার্কিন সংগঠনটি ইরানি জেনারেল কাসিম সোলাইমানি হত্যায়-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্বর সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করে।

চিঠিতে বলা হয়েছে, মার্কিন জনগণ বিশ্বের সকল মানুষের শান্তি ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ‘কাণ্ডজ্ঞানহীন’ কার্যের জন্য ক্ষমা চাইছি। ইরানের সঙ্গে যুদ্ধ চাই না, আমরা শান্তি-সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই।

ইংরেজি ও ফারসি ভাষায় ইরানের নাগরিকদের কাছে চিঠিটি লিখেছে ‘কোড পিঙ্ক’। এর সঙ্গে একটি ভিডিও বার্তাও দিয়েছে ‘কোড পিঙ্ক’।

এ সম্পর্কিত আরও খবর