করোনা ভাইরাস: পদত্যাগে প্রস্তুত উহানের মেয়র

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 07:59:37

করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহান প্রদেশের মেয়র চাউ শিয়ানওয়াং পদত্যাগে রাজি রয়েছেন। 

সোমবার (২৭ জানুয়ারি) চীনের কেন্দ্রীয় টেলিভিশনে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারের বরাতে খবর প্রকাশ করেছে গ্লোবাল টাইমস।

সাক্ষাৎকারে চাউ বলেন, ১০ মিলিয়ন নাগরিকের শহর উহানের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যা ইতিহাসের একটি কঠিন সিদ্ধান্ত। আমি এবং আমার দল এর দায় স্বীকার করছি। আমি পদত্যাগেও রাজি আছি।

চীনা স্বাস্থ্য কমিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ জন মারা গেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

ভাইরাসটির সংক্রামণ কমানোর প্রচেষ্টায় তিন দিন ছুটি বাড়িয়েছে চীনা সরকার। এছাড়া নতুন করে বিভিন্ন শহরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর