চীনের পতাকায় করোনাভাইরাস, ক্ষমা চাননি সম্পাদক

বিবিধ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:43:57

চীনের পতাকায় ৫টি তারকা চিহ্নের বদলে করোনাভাইরাসের চিহ্ন দিয়ে কার্টুন প্রকাশ করেছে ডেনমার্কের পত্রিকা জায়লান্ডস-পস্টেন। ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থিত চীনের দূতাবাস ক্ষমা প্রার্থনার জন্য পত্রিকাটির সম্পাদককে চিঠি দিয়েছে।

তবে সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন, এটা তারা মজা করতে করেননি। বরং অবস্থার প্রকাশ ঘটিয়েছে এই কার্টুন। আর তাতে সায় দিয়েছেন ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতারাও।

পত্রিকায় পাঠানো বিবৃতিতে চীনের দূতাবাস জানায়, গত সোমবার জায়লান্ডস-পস্টেন পত্রিকায় করোনাভাইরাস ক্যাপসন দিয়ে যে কার্টুনটি প্রকাশ করা হয়েছে, তার জন্য পত্রিকাটিকে এবং শিল্পী নিয়েলস বো বোজেসেনকে চীনের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ওই পত্রিকাকে পাঠানো বিবৃতিতে চীনের দূতাবাস জানায়, কোন ধরনের সহানুভূতি বা করুনা প্রদর্শনের বদলে এই ধরনের কার্টুন প্রকাশ সভ্যসমাজ, বাকস্বাধীনতা এবং মনুষত্বকে হরণ করেছে।

তবে পত্রিকাটির এডিটর ইন চিফ জ্যাকব নিব্রোই বলেছেন, চীনের এই অবস্থা নিয়ে মজা করার মতো কোন ইচ্ছে নেই পত্রিকাটির, যখন কিনা করোনাভাইরাসে ১০৬ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে ক্ষমা চাওয়ার দাবিকে প্রত্যাখ্যান করেছেন তিনি।

ডেনমার্কের সংবাদ সংস্থা রিটজাউ-কে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে কোন ভুল হয়নি, সেখানে ক্ষমা চাইতে পারব না।

এ ঘটনায় ডেনমার্কের রাজনীতিবিদরা বলছেন, এ ঘটনায় চীনের চাপ দেওয়াটা ঠিক হচ্ছে না। ক্ষমতাসীন কনসার্ভেটিভ পার্টির নেতা সোরেন পেপে পৌলসেন সম্পাদক জ্যাকব নিব্রোইকে সমর্থন জানিয়ে এক টুইট বার্তায় বলেন, জায়লান্ডস-পস্টেনের জন্য পুরোপুরি সমর্থন রইলো।

এ সম্পর্কিত আরও খবর