করোনা ভাইরাস: ভ্যাকসিন তৈরিতে একসঙ্গে কাজ করছে চীন ও রাশিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:20:59

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে একসঙ্গে কাজ করছে চীন ও রাশিয়ার বিজ্ঞানীরা। বুধবার (২৯ জানুয়ারি) গুয়াংজু শহরে রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে জানানো হয়, বেইজিং ভাইরাসটির জিনোম (জিনগত উপাদান) মস্কোর হাতে তুলে দিয়েছে। রাশিয়ান এবং চীনা বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করার কাজ শুরু করেছেন। আর রাশিয়ান বিজ্ঞানীরা দ্রুত এক্সপ্রেস-টেস্ট বিকাশ করতে সক্ষম হয়েছে। যার ফলে দুঘণ্টার মধ্যে মানবদেহে ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হবে।

এছাড়া উহান ও হুবেই প্রদেশে থাকা রাশিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে চীনের সঙ্গে কথা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত কোনো রোগীকে শনাক্ত করতে পারেনি। তবে চীন থেকে আসা সকল রাশিয়ানদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভোক্তা স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা।

বুধবার পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছে ১৩২ জন। এছাড়া ছয় হাজার আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর