ভারতে করোনায় প্রথম আক্রান্ত শনাক্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 17:30:18

ভারতের করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির কেরেলা প্রদেশে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী উহানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছিলেন।

প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, উহান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী করোনা ভাইরাসে টেস্টে পজিটিভ হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে কেরালার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে আক্রান্ত শিক্ষার্থী নিয়ে একটি জরুরি মিটিং করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শাইলাজা। তিনি বলেন, ওই নারী শিক্ষার্থীকে মনিটর করা হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের ফলে রাজ্যটির সমস্ত হাসপাতালে একটি কর আইসোলশন ওয়ার্ড চালু ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ভারতে করোনায় আক্রান্ত সন্দেহভাজন এ পর্যন্ত ৮০৬ জন পর্যবেক্ষণাধীন রয়েছে। এদিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি থাকা তিনজন সন্দেহভাজনকে করোনায় আক্রান্ত নয় বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর