গাঁজাসহ আটক ইসরায়েলি নারীকে মুক্তি দিলেন পুতিন

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 22:54:57

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাদকের অভিযোগে দণ্ডপ্রাপ্ত এক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশে তিনি স্বাক্ষর করেন বলে জানিয়েছে রয়টার্স।

একইসঙ্গে আমেরিকা-ইসরায়েলের নাগরিক ‘ইশাচর নামা’ নামক নারীকে গত বছরের এপ্রিলে নয় গ্রাম গাঁজাসহ মস্কো বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি ভারত থেকে ইসরায়েলে যাচ্ছিলেন।

আদেশে পুতিন বলেন, মানবতা বিবেচনায় আমি ঘোষণা করছি যে, ইশাচর নামাকে ক্ষমা করা হল। বুধবার এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে ক্রেমলিন।

ইশাচর নামা-কে (২৬) আদালত সাড়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করে। গত সপ্তাহে জেরুজালেমে ওই নারীর মায়ের সঙ্গে দেখা করেন পুতিন।

এ সম্পর্কিত আরও খবর