করোনা ভাইরাস: নিম্নমুখী তেলের বাজার

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:43:45

চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী তেলের দাম কমেছে ২.১৬ শতাংশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববাজারে এই দাম কমে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ব্যারেল প্রতি ১.২৯ মার্কিন ডলার কমে ৫৮.৫২ ডলারে দাঁড়িয়েছে। তবে বুধবার তা বেড়েছিল ০.৫ শতাংশ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তালের দাম ১.০৭ ডলার কমে ৫২.২৬ ডলারে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক মন্দার মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা।

এদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের ৪৯টি দেশের শেয়ার বাজার নিম্নমুখী অবস্থানে রয়েছে বলে জানিয়েছে এমএসসিআই ওয়ার্ল্ড ইন্ডেক্স।

এ সম্পর্কিত আরও খবর