করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:02:06

করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী সুস্থ হয়েছে বলে দাবি করছে চীনের সংবাদ মাধ্যম সিজিটিএন। বুধবার (২৯ জানুয়ারি) ওই রোগী সুস্থ হয়েছেন বলে জানান সংবাদ মাধ্যমটি।

সিজিটিএন তাদের প্রতিবেদন জানায়, চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের ডালিয়ান শহরে এ ঘটনা ঘটেছে। টানা পাঁচদিন হাসপাতালে থাকার পর বুধবার ডালিয়ান শহরের একটি স্থানীয় হাসপাতাল থেকে ৩৩ বছর বয়সী ওই রোগীকে ছাড়পত্র দেওয়া হয়।

ওই রোগী করোনা ভাইরাসের উপসর্গ মাথা ব্যথা, সর্দি, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনায় আক্রান্ত রোগীদের যে চিকিৎসা দেওয়া হয়, তাকেও একই চিকিৎসা দেয়।

সুস্থ হওয়ার পর ওই রোগী তার দ্রুত সুস্থতার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। তিনি সিজিটিএন কে বলেন, হাসপাতালের চিকিৎসকরা বন্ধুত্বপূর্ণ, নিবেদিত এবং কঠোর পরিশ্রমী।

সিজিটিএন জানায়, ওই আক্রান্ত রোগী চীনা স্বাস্থ্য কমিশনের সুস্থ হওয়ার মানদণ্ড পূরণে সার্থক হয়েছে।

বুধবার চীনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং, জিলিন এবং হিলংজিয়াং এ ৮৬ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক বিশেষজ্ঞ জানান, হালকা করোনা ভাইরাস থেকে রেহাই পেতে এক সপ্তাহই যথেষ্ট।

এ সম্পর্কিত আরও খবর