করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-07-28 02:59:30

চীনে করোনা ভাইরাসে সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৩০৪ জন মারা গেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ‘সিসিটিভি’ এ খবর প্রকাশ করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

খবরে বলা হয়, দেশটির ন্যাশনাল হেল্থ কমিশনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে টেলিভিশনটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে চীনা কর্তৃপক্ষ। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে নাগরিকদের চীনের উহান থেকে ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। অনেক এয়ারলাইনস চীনে যাওয়া-আসার ফ্লাইট কমিয়ে দেওয়া ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের বাইরেও এই ভাইরাসের বিস্তার ঘটছে। থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর