করোনা ভাইরাস: চীনের বাইরে প্রথম মৃত্যু

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:18:54

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনে মারা যাওয়া ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনা নাগরিক বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মারা যাওয়া ওই ব্যক্তি নতুন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানের বাসিন্দা। ফিলিপাইনে পৌঁছানোর আগে তিনি আক্রান্ত হয়েছিলেন।

এ বিষয়ে ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মৃত ওই ব্যক্তি ৩৮ বয়সী এক চীনা নারীর সঙ্গে উহান থেকে হংকং হয়ে ফিলিপাইনে আসেন। আর গত সপ্তাহে তাদের পরীক্ষা করা হলে তাদের ভাইরাস শনাক্ত করা হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, মারা যাওয়া ওই ব্যক্তি ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ফিলিপাইনের জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন দেশটিতে অবস্থান করা ডব্লিউএইচও এর প্রতিনিধি রবীন্দ্র আবেসিংহে। তিনি বলেন, চীনের বাইরে করোনায় এটি প্রথম মৃত্যু।

ফিলিপাইনের স্থানীয় সংবাদ মাধ্যম আউটলেট রাপ্লার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিকো ডিউকের উদ্ধৃতি দিয়ে জানায়, ওই রোগী উন্নতির লক্ষণ দেখা গিয়েছিলো। কিন্তু সর্বশেষ ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়।

এদিকে ওই ব্যক্তি দ্বারা অন্য কেউ সংক্রামিত হয়েছে কিনা তা পরীক্ষা করতে মৃত চীনার সঙ্গে একই ফ্লাইটে আসা সমস্ত যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছে ফিলিপাইন কর্তৃপক্ষ।

ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর ফিলিপাইন কর্তৃপক্ষ চীনা জনগণদের আগমন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চীনে এখন পর্যন্ত ৩০৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৪ হাজারের অধিক মানুষ। এছাড়া চীন বাদে অন্তত ২৪টি দেশে ভাইরাসে আক্রান্ত মানুষকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে ভাইরাস মোকাবেলায় বৈশ্বিক সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর