ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্লেন বিধ্বস্ত ও দেশটির নাগরিক নিহত হওয়ার জন্য ইরানের কাছে বৃহৎ ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২ ফেব্রুয়ারি) ইউক্রেনের টেলিভিশন ওয়ান প্লাস ওয়ান'এ এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে ইরান প্রতিজন ইউক্রেনের নাগরিকের জন্য ৮০ হাজার মার্কিন ডলার করে দিতে রাজি হয়েছে। কিন্তু এর পরিমাণ খুবই কম। আমরা এতে সন্তুষ্ট নয়। আরও বেশি ক্ষতিপূরণের জন্য আমরা তাদের চাপ প্রয়োগ করব।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ জানুয়ারি তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় বাদেই ইউক্রেনের বোয়িং ৭৩৭ প্লেনটি ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা বিধ্বস্ত হয়। প্লেনটি তেহরান থেকে কিয়েভের দিকে যাচ্ছিল। প্রথমে অস্বীকার করলেও পরে নিজেদের ক্ষেপণাস্ত্র দ্বারা এটি বিধ্বস্ত হয় বলে স্বীকার করে নেয় ইরান। এতে প্লেনে থাকা ১৭৬ জন মারা যায়। যার মধ্যে ১১ জন ইউক্রেনের নাগরিক ছিল।
বিধ্বস্ত হওয়ার পরেই এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিটি ও ক্ষতিপূরণ দাবি করে জেলেনস্কি।