সুস্থ বাচ্চা জন্ম দিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত নারী

এশিয়া, আন্তর্জাতিক

মাজেদুল নয়ন, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:10:42

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত একজন প্রসূতি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছেন। বাচ্চার দেহে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি নেই। উত্তর চায়নার হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হার্বিনে এই শিশুর জন্ম হয়।

জানুয়ারির ৩০ তারিখে হার্বিন মিউনিসিপ্যাল হেলথ কমিশন এই তথ্য জানায়।

হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী, নবজাতকের ওজন ছিলো ৩ কেজি ০৫ গ্রাম। এবং শিশুটির আপগার স্কোর ১০।

জন্মের পর কয়েক দিন মা ও নবজাতককে মেডিকেল কোয়ারান্টাইনে রাখা হয়। তবে এখন মা ও শিশু উভয়ই সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।

গত ৩০ জানুয়ারি ৩৮ সপ্তাহের গর্ভাবস্থায় এই নারী মিশনে নিবন্ধিত হয়। অবস্টেট্রিক, রেসপিরেটরি এবং নেনটলজি বিশেষজ্ঞের একটি দল তার কনসালটেন্ট হিসেবে কাজ করেন।

যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি এড়াতে গর্ভবতী নারীকে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিজারে শিশুর জন্ম হয়।

এই অস্ত্রোপচারে হাসপাতালের সকল কর্মীই অংশ নিয়েছে এবং সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে এবং নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণে রাখা হয়।

দুই বার পরীক্ষা করে শিশুটির শরীরে করোনা ভাইরাসের উপস্থিত নেগেটিভ পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর