মায়েদের মতো নতুন বাবাদেরও বেতনসহ ছুটি দেবে ফিনল্যান্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 08:21:45

নারী নেতৃত্বাধীন ফিনল্যান্ডের বাম কেন্দ্র সরকার নতুন বাবাদের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন বাবাদের জন্য মাতৃত্বকালীন ছুটি দ্বিগুণ করা হবে। এছাড়া মাতৃত্বকালীন ছুটিতে মায়েরা কাজের পরিবর্তে যে টাকা পেত সে পরিমাণ অর্থ নতুন বাবাদেরকেও দেওয়া হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এই পরিকল্পনা ঘোষণা করা হয়।

মাতৃত্বকালীন ছুটির সঙ্গে মিল রেখে পিতৃত্বকালীন ছুটিও প্রায় সাত মাস বাড়ানো হবে।

দেশটির স্বাস্থ্য ও সামাজিক বিষয়ক মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন জানান, নারী ও পুরুষের সমতা বৃদ্ধি, মৌলিক সংস্কার ও জন্মহার বৃদ্ধি করার জন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পিতামাতার মধ্যে আরও ভাল সমভাব এবং পরিবারের মধ্যে বৈচিত্র্যতা আসবে।

তিনি আরও জানান, সুইডেন ও আইসল্যান্ডে পিতৃত্বকালীন ছুটি বাড়ানোয় তাদের জন্মহার বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে পাঁচটি দলের সমন্বয়ে ফিনল্যান্ডের সরকার গঠিত এবং পাঁচটি দলের প্রধানরা সবাই নারী। যার মধ্যে চারটি দলের প্রধানের বয়স ৩৫ এর নিচে। গত বছরের ডিসেম্বরে ক্ষমতা নেওয়া ফিনল্যান্ড সরকারের অন্যতম লক্ষ্য ছিল নারী ও পুরুষদের মাঝে সমতা বৃদ্ধি করা।

এ সম্পর্কিত আরও খবর