অভিশংসন থেকে রেহাই পেলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:19:53

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঐতিহাসিক ভোটে সিনেটে উত্থাপিত অভিযোগ থেকে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টকে পদ থেকে না সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি তার ক্ষমতা অপব্যবহার করে ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং অভিশংসনের তদন্ত কাজে সহায়তা করতে অস্বীকার করে ট্রাম্প কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

এর আগে গেল বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্রেটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে ২৩২ সদস্য ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে এবং ১৯৬ সদস্য বিপক্ষে ভোট দেন।

 

এ সম্পর্কিত আরও খবর