করোনা ভাইরাস: আগেই সতর্ক করা চিকিৎসক লি মারা গেছেন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 07:40:20

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে চীনে আগেই সতর্ক করা চিকিৎসক লি ওয়েনলিয়াং (৩৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশের উহানে তিনি মারা যান ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস লি এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চীনের অন্য চিকিৎসকদের করোনা ভাইরাস নিয়ে আগেই সতর্ক করা চিকিৎসক লি ওয়েনলিয়াং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মারা গেছেন।

গত ১ ফেব্রুয়ারি লি ওয়েনলিয়াং এর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময় প্রাণঘাতী এই ভাইরাস লি এর শরীরে ছড়িয়ে পড়ে।

লি ওয়েনলিয়াং উহানের সেন্ট্রাল হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ২৭ হাজারেরও বেশি বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

ইতিমধ্যে চীনসহ বিশ্বের ২৮টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। এর মধ্যে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের বিষয় নিশ্চিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর