পাকিস্তান সংসদে ভাষণ দেবেন এরদোগান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 11:17:00

পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তান সংসদের কয়েকজন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠকও করবেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এতথ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন এরদোগান। এরপর ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। বিষয়টি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এরদোগানের পাকিস্তান সফর সম্পর্কে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, 'এরদোগানের এই সফর ইসলামাবাদ এবং আঙ্কারার সম্পর্ককে আরো শক্তিশালী করবে।'

সাক্ষাৎকারে ইমরান খান আশা ব্যক্ত করে বলে, 'এরদোগানের পাকিস্তান সফরের মধ্যদিয়ে দু'দেশের মধ্যে বাণিজ্য খাতে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। এর মাধ্যমে দেশ দুটির ব্যবসা বাণিজ্য আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর