করোনার প্রাদুর্ভাব কমাতে হংকংয়ে নতুন নিয়ম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 02:28:54

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে নতুন নিয়ম চালু করেছে হংকং। শুক্রবার থেকে (৭ ফেব্রুয়ারি) নিয়মটি চালু করেছে হংকং।

নতুন নিয়ম অনুযায়ী, চীনের মূলভূখণ্ড থেকে আসা সমস্ত লোকজনকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীন থেকে ফেরত হংকংয়ের বাসিন্দাদের অবশ্যই তাদের বাড়ির অভ্যন্তরে ১৪ দিন থাকতে হবে এবং চীনা পর্যটকদের হোটেল কক্ষে বা সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কেন্দ্রে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নিয়ম কেউ অমান্য করলে তার জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রায় দশ হাজার পর্যটক চীনা-হংকং সীমান্ত শেনজেনে উপস্থিত ছিল। কিন্তু শনিবার সকাল পর্যন্ত অল্প সংখ্যক লোক শেনজেন সীমান্ত পার করেছেন।

এপর্যন্ত হংকংয়ে করোনায় আক্রান্ত ২৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং একজন মারা গেছে। অন্যদিকে চীনের মূলভূখণ্ডে ৭২২ জন মারা গেছে। এছাড়া সাড়ে ৩৪ হাজার আক্রান্তকে শনাক্ত করা গেছে। চীনের বাইরে ২৫টি দেশে ২৭০ জন করোনায় আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে শুক্রবার করোনা ভাইরাস নিয়ে আশারবাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও থেকে জানানো হয়, চীনে গত দুদিনে সংক্রমণের সংখ্যা কম ছিল। তবে ডব্লিউএইচও'র প্রধান টেড্রোস এই পরিসংখ্যানগুলোকে বেশি না পড়ার জন্য সতর্ক করছেন।

তিনি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বিশ্বব্যাপী গাউন, মাস্ক ও গ্লাভসের ঘাটতি দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর