চীনে বেড়েই চলেছে মৃতের হার, আক্রান্ত ৩৪ হাজার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 21:15:43

চীনে মরণব্যাধি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই মাসে একদিনে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ নিয়ে চীনে ৭২০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যাও বাড়ছে। এর আগে ৫ ও ৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়।

সময়ের সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। গত দুই সপ্তাহ আগেও এই ভাইরাসে গড়ে ১০ থেকে ২০ জনের মৃত্যু হয়। তবে এক সপ্তাহ যাবত দ্বিগুণ হারে বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

চীনের স্বাস্থ্য অধিদফতর জানায়, উহানে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এদিকে চীনের সঙ্গে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তাইওয়ানে নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরূপ সংকটপূর্ণ অবস্থায় চীনের জাতীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনাভাইরাসে সুস্থতাও বাড়ছে। এ পর্যন্ত ১,৫৪০ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। চীন সরকার এরই মধ্যে ৩১টি প্রদেশে এক নম্বর জরুরি সতর্কতা জারি করেছে।

এ সম্পর্কিত আরও খবর