উগান্ডায় বজ্রপাতে বিরল প্রজাতির চার গরিলার মৃত্যু

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:11:33

উগান্ডায় বজ্রপাতে বিরল প্রজাতির চারটি পাহাড়ি গরিলার মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি গর্ভবতী গরিলাও রয়েছে।

দেশটির সংরক্ষণ গোষ্ঠীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, উগান্ডার জাতীয় উদ্যান এমগাহিঙ্গায় চারটি পাহাড়ি গরিলার মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি নারী ও একটি পুরুষ গরিলা রয়েছে। তাদের মৃতদেহে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

প্রাণী সংরক্ষণকারী গোষ্ঠী দ্যা গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কলাবোরেশন (জিভিটিসি) জানায়, এ ঘটনা প্রজাতিটির জন্য একটি বিরাট ক্ষতি।

বর্তমানে পুরো দুনিয়ায় এই প্রজাতির মাত্র এক হাজারের মত গরিলা রয়েছে। সেগুলোর চলাচলও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রুয়ান্ডা ও উগান্ডার সংরক্ষিত অঞ্চলের ভেতর সীমাবদ্ধ।

মারা যাওয়া এই চারটি গোরিলা ১৭ সদস্যের একটি দলের সদস্য ছিল। আর এই দলটিকে হিরওয়া বলে অভিহিত করে কর্তৃপক্ষ।

এমগাহিঙ্গা উদ্যানের ম্যাপ

হিরওয়া দলটি গত বছর রুয়ান্ডা থেকে উগান্ডার সীমানা পেরিয়ে এমগাহিঙ্গা জাতীয় উদ্যানে আসে। আর উদ্যানটি উগান্ডা, রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমানায় অবস্থিত।

জিভিটিসি নির্বাহী সম্পাদক অ্যান্ড্রু সেগুয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, এটি অত্যন্ত দুঃখজনক। এই প্রজাতির জনসংখ্যা বৃদ্ধিতে মারা যাওয়া তিনটি নারী গরিলার অবদানের ব্যাপক সম্ভাবনা ছিল।

উদ্যানটিতে বেঁচে থাকা বাকি ১৩টি গোরিলা ভালো আছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর