রুহানিকে ট্রাম্প, আমেরিকাকে ফের হুমকি দিলে ফল ভাল হবেনা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 04:32:53

মার্কিন যুক্তরাষ্ট্র আর হুমকি না দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার (২২ জুলাই) এক টুইটারে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টকে সাবধান করে লেখেন ‘ফের আমার দেশকে হুমকি দেবেন না। ফল ভাল হবেনা।’

গতকাল ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ইরানের সঙ্গে শান্তি কিংবা যুদ্ধ যেটাই হোক, সেটিই হবে সকল শান্তি অথবা যুদ্ধের জননী।

এর জবাবে ট্রাম্প লেখেন, আর কখনো আমেরিকা যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। দিলে এর আগে ইতিহাসে যারা পরিণতি ভোগ করেছে তাদের মত হবে পরিণিতি।

‘আমেরিকা এখন আর এমন দেশ নেই যে আপনার খ্যাপাটে আক্রমণাত্মক ও মৃত্যুবীণের শব্দ হজম করবে। সাবধান হোন।’ ইরানের প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প লেখেন।

ট্রাম্পের এই টুইটের আগে সেক্রেটারি অব স্টে মাইক পম্পেও ইরানের নেতাদের ‘মাফিয়া’ উল্লেখ করে বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানী জনগণের উপর এই শোষকদের শোষণের নিন্দা জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে। ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতি চুক্তি থেকে সরে এলে এই পরিস্থিতির উদ্ভভ ঘটে।

এ সম্পর্কিত আরও খবর