রোজই ভাঙছে রেকর্ড, করোনায় বাড়ছে মৃতের সংখ্যা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 14:24:39

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে একদিনে মৃতের সংখ্যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) হুবেই এর স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্স বলছে, চীনের এই প্রদেশটিতে বুধবার অন্তত ২৪২ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। সবমিলিয়ে মোট প্রাণহানি হয়েছে ১,৩১০টি।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪,৮৪০ জন। তবে কেন আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না, তা নিয়ে কিছু জানায়নি দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি মৃতের সংখ্যা হাজার অতিক্রম করে।

এদিকে, জাপানে আটকে থাকা প্রমোদতরণীতে দুইজন ভারতীয় ক্রু সদস্যের শরীরে পাওয়া গেল করোনাভাইরাসের উপস্থিতি।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনার প্রাদুর্ভাব ঘটে। জানুয়ারিতে করোনা আরও ভয়ংকর আকার ধারণ করে। চীন ছাড়াও অন্যান্য দেশে করোনা ছড়িয়ে পড়ছে। বিশ্বের অনেক দেশ চীনের সঙ্গে তাদের ফ্লাইট বাতিল করেছে।

এ সম্পর্কিত আরও খবর