যুদ্ধের অধিকার কেড়ে না নিতে ট্রাম্পের আহ্বান

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 04:13:19

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার ক্ষুণ্ণ করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের সিনেটকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটরদের উদ্দেশে একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অধিকার মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইরান বিষয়ে সঠিক অবস্থায় রয়েছে আমেরিকা।

ট্রাম্প বলেন, দু’সপ্তাহ আগে কংগ্রেসের নিম্নকক্ষে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধের অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে। সিনেটে পাস হলেই আইনটি কার্যকর হবে।

প্রস্তাবটি সিনেটে পাস তেহরানকে ‘খারাপ সংকেত’ পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ইরাকে ইরানের প্রভাবশালী জেনারেল সোলাইমানিকে হত্যার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

এর আগে গত ৩ জানুয়ারি ইরাকে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল সোলাইমানি মারা যান। এরপর থেকে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর