করোনা ঝুঁকিতে চীনের স্বাস্থ্য কর্মীরা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:13:24

নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন চীনের স্বাস্থ্য কর্মীরা। সুরক্ষা সরঞ্জামের ঘাটতিতে এর প্রকোপ আরও বেড়ে চলছে।

চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন চিকিৎসক মারা গেছে। এছাড়া এক হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-মন্ত্রী জেং ইয়িকসিন জানান, উহানে এক হাজার ১০২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আর হুবেই প্রদেশের অন্যান্য অংশে চারশ জনের মত স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের পরিমাণ ক্রমাগতভাবে বাড়ছে বলেও জানান তিনি।

জেং ইয়িকসিন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, চিকিৎসকরা প্রচুর পরিমাণে কাজ করছে। তাদের বিশ্রামের পরিস্থিতি সীমাবদ্ধ। তারা অনেক মানসিক চাপে রয়েছে এবং তাদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

স্থানীয় কর্তৃপক্ষগুলো হুবেই প্রদেশের হাসপাতালগুলোতে মাস্ক, গগলস ও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে লড়াই করেছে।

হুবেই প্রদেশের এক চিকিৎসক ফরাসি সংবাদ সংস্থা এএফপি কে জানান, তার ১৬ জন সহকর্মীর মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছে।

আরেক স্বাস্থ্যকর্মী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, তিনিসহ তার মেডিকেলের ১০০ কর্মী কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে ৩০ জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ চিকিৎসক। আর মৃতদের মধ্যে চিকিৎসকদের মৃত্যুর হার শূন্য দশমিক ৪ শতাংশ।

গত সপ্তাহে মারা গেছে করোনায় সর্বপ্রথম সতর্ক করা চিকিৎসক লি ওয়েনলিয়াংয়। যার ফলে চীনাদের মাঝে ক্ষোভের জন্ম দেয়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চীনে মারা গেছে এক হাজার ৩৮১ জন। এছাড়া আক্রান্তের পরিমাণ ৬৫ হাজার ছাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর