নির্মাণাধীন দ্বিতীয় ফারাক্কা সেতু ভেঙ্গে নিহত ৩

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 15:21:02

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় নির্মাণাধীন দ্বিতীয় ফারাক্কা সেতু ভেঙ্গে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সেতুর এক ও দু'নম্বর পিলারের মাঝে গার্ডার লাগানোর সময় সেতুটির একটি অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় দুইজন প্রকৌশলী ও একজন শ্রমিক নিহত ও আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সেতুটি ভেঙ্গে পড়ার পর সেখান থেকে সাতজন শ্রমিককে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় চারজন নিহত হয়েছে বলে দাবি করছে স্থানীয় সাংসদ মইনুল হক।

দেড় বছর আগে এটির নির্মাণ কাজ শুরু হয়। ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সেতুটি তৈরি হচ্ছিল।

সেতু ভেঙ্গে পড়া নিয়ে মালদা লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দুর্ঘটনার তদন্তের দাবি করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন। তিনি বলেন, ফরাক্কা বাঁধের ওপর থেকে চাপ কমাতে সেতুটি তৈরি করা হচ্ছিল। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু এরমধ্যেই এ দুর্ঘটনা ঘটল। নির্মাণ সংস্থার উচিত কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা।

মালদার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার জানান, দুর্ঘটনার সময় সেখানে কমপক্ষে ৯-১০ জন শ্রমিক কাজ করছিলেন।

এ সম্পর্কিত আরও খবর