ভারতীয় সেনাবাহিনীতে নতুন যুগ, নেতৃত্ব পাবেন নারীরাও

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 14:40:02

ভারতীয় সেনাবাহিনীতে নতুন যুগের সূচনা হলো। এখন থেকে পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকতে পারবেন নারীরাও।

সেনাবাহিনীতে নারী নেতৃত্বের পক্ষে ভারতের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এ নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, নারীদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলোর সঙ্গে তাদের অধিকারের কোনো সম্পর্ক নেই। এ মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।

কেন্দ্রীয় সরকার দেশটির সুপ্রিম কোর্টকে জানায়, নারী নেতৃত্বের মানসিকতা এখনো ভারতীয় সেনাবাহিনীতে নেই।

সরকারের এই যুক্তিকে বৈষম্যমূলক ও বিরক্তিকর হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে্ন- এ ধরনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে।

মামলার কৌঁসুলি বলেন, ভারতে যুদ্ধক্ষেত্রে মহিলাদের নেতৃত্বের জন্যে এখনো ঠিক উপযুক্ত নয়। মাতৃকালীন ছুটিসহ নানা সমস্যা রয়েছে নারীদের।

সম্প্রতি কমান্ডিং অফিসারের পদের জন্য দাবি জানিয়ে আবেদন করেছিলেন কয়েকজন নারী।

২০১৮ সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন যে, ভারতের সশস্ত্র বাহিনীর নারী অফিসারদের জন্যে এবার শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী কমিশন নেওয়ার বিকল্প রাখা হবে।

এ সম্পর্কিত আরও খবর