ভারতের বিমানবন্দর থেকেই ফিরতে হলো ব্রিটিশ এমপিকে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:54:21

কাশ্মীর ইস্যুতে প্রতিবাদ ও সমালোচনাকারী ব্রিটিশ এমপি ডেবি আব্রাহামসকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠালো ভারত। বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই ডেবি আব্রাহামসকে আরেকটি প্লেনে দেশে ফেরত পাঠানো হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ডেবি আব্রাহামস ক্লিয়ারেন্স দিতে অস্বীকৃতি জানায়। এবং তার ভিসার বৈধতা প্রত্যাখ্যান করে।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কেনো প্রবেশ করতে দেয়নি এবং কেনো তার ভিসার বৈধতা প্রত্যাখ্যান করেছে তার কোনো যৌক্তিক কারণ দেখাননি বলে এক বিবৃতিতে জানিয়েছেন ডেবি আব্রাহামস। আব্রাহামসের ভারতীয় ভিসার মেয়াদ রয়েছে চলতি ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত।

ডেবি আব্রাহামস ব্রিটেনের বিরোধী লেবার দলের সংসদ সদস্য। তিনি কাশ্মীর বিষয়ক ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় দলের সভাপতি।

এ সম্পর্কিত আরও খবর