জাতীয় নির্বাচনের পরেই নেতানিয়াহুর বিচার শুরু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 02:11:15

ইসরায়েলের জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ পর ১৭ই মার্চ থেকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারকার্য শুরু হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির বিচারিক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

চলতি বছরের ২ মার্চ দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১৬ তারিখ নতুন করে মন্ত্রিসভা শপথ নিবেন। তার একদিন পরেই নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিচারকার্য শুরু হওয়ার প্রথম দিনেই নেতানিয়াহুকে জেরুজালেমের জেলা আদালতে উপস্থিত থাকতে হবে। তিন বিচারকের প্যানেলের এই শুনানি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ২১ নভেম্বর আস্থা ভঙ্গের তিন মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়। আর ওই বছরের ১৩ ফেব্রুয়ারি তাকে অভিযুক্ত করার সুপারিশ করে পুলিশ। এর আগে বেশ কয়েক মাস ধরে চলে তদন্ত। এছাড়া মামলা থেকে দায়মুক্তির জন্য পার্লামেন্টেও আবেদন করেছিল নেতানিয়াহু। কিন্তু সংসদ সদস্যরা তাকে দায়মুক্তি দেননি।

নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। তার দাবি, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ হিংসা ও সংবাদমাধ্যমের ষড়যন্ত্রের শিকার। এছাড়া তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করে আসছেন।

ইসরায়েলের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়ার প্রয়োজন নেই নেতানিয়াহুর। আর অভিযোগ প্রমাণিত হলে তার ৩-১০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, ইসরায়েলের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী নেতানিয়াহু যিনি কিনা আদালতে বিচারের সম্মুখীন হচ্ছেন। তিনি প্রায় এক দশক ধরে ইসরায়েলের ক্ষমতায় আছেন। তবে সর্বশেষ দুই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আনতে পারেনি তার দল। তবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না আনতে পারায় প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর