করোনা আক্রান্ত ২ ইরানি নাগরিকের মৃত্যু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 11:13:30

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার ইরানের দুই বৃদ্ধ নাগরিকের মৃত্যু হয়েছে। তারা করোনায় আক্রান্ত হওয়ায় তীব্র্র ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদেহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

ভিকটিমদের বাড়ি তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের কোম এলাকায় বলে জানা গেলেও তাদের প্রকৃত বয়স বা তারা নারী না পুরুষ, তা জানা যায়নি।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী কাসেম জান-বাবেই স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় ইমার্জেন্সি ইউনিট খুলেছে।

এছাড়া তিনি সবাইকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার এবং চুমু ও করমর্দন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে করোনা অন্তত ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন বিশ্বের প্রায় ৭৫ হাজার লোক।

 

এ সম্পর্কিত আরও খবর