জার্মানির হানাউ শহরে ৮ জনকে গুলি করে হত্যা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 19:26:04

জার্মানির হানাউ শহরে আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভিন্ন দু’টি স্থান থেকে গুলি ছোড়া হয়।

স্থানীয় পাবলিক সংবাদ মাধ্যম হেসিসশার রুন্ডফংকের রিপোর্টে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে হানাউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হুক্কা (সীসা) বারে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারার তিনজন। এরপর তারা পাশের আরেকটি বারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অনেকে।

পুলিশ জানায়, হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ১৭ মাইল পূর্বে অবস্থিত। হামলাকারীরা গাঢ় রঙের গাড়িতে করে পালিয়ে গেছে। তাদের ধরতে ব্যাপকভাবে তল্লাশি শুরু করা হয়েছে। এজন্য হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে যে কোনো তথ্য জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হানাউ থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে শহরের অন্ধকার রাস্তাগুলো লাল-সাদা টেপে আবদ্ধ দেখা যাচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর