ইউক্রেনে চীন ফেরত যাত্রীদের বাসে হামলা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:09:18

ইউক্রেনে করোনাভাইরাস আতঙ্কে চীন ফেরত যাত্রীদের বাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন ফেরত এসব যাত্রীদেরকে পোল্টাভা প্রদেশের নোভি স্যাঞ্জারির একটি হাসপাতালে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় তাৎক্ষনিক এক বরাতে রাষ্ট্রপতি ভোলোডিমির জেলেনস্কি চীন ফেরত এসব নাগরিকদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানান।

এ নিয়ে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ভুয়া মেইল দিয়ে চীন ফেরত ওসব নাগরিকরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে বলে দাবি করে। এই মেইলের বিষয়ে তদন্ত চলমান।

সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া মরণঘাতি করোনাভাইরাস এখন একটি আতঙ্কের নাম। মাত্র দুই মাসের ব্যবধানে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ এবং আক্রান্ত ৭৫ হাজার ৬৮৫ জনে। চীনের দেওয়া চিকিৎসা তথ্য থেকে দেখা গেছে, ভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশেরও বেশি রোগীর মধ্যে লক্ষণ হালকা রয়েছে। চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করা সম্ভব। ১৪ শতাংশ নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতায় ভুগছেন। ৫ শতাংশের অবস্থা আশঙ্কাজনক এবং ২ শতাংশ এই রোগে মারা যায়।

এ সম্পর্কিত আরও খবর