করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের কারখানা বন্ধ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:41:55

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং মোবাইল কোম্পানির এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্যামসাং কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল কারখানায় কর্মরত এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী (২৫ ফেব্রুয়ারি) সোমবার সকাল পর্যন্ত ওই কারখানাটি বন্ধ থাকবে।

তবে স্যামসাং মোবাইলের কিছু ডিভাইস এখন দক্ষিণ কোরিয়ার গুমির কারখানায় উৎপাদন হয়ে থাকে। স্যামসাংয়ের বেশিরভাগ ডিভাইস এখন উৎপাদন হয় ভিয়েতনাম ও ভারতে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় এক দিনের ব্যবধানে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ জন।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানি হয়েছে ১ হাজার ৮৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬ জন।

এ সম্পর্কিত আরও খবর