ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্পে ৭ জন নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 04:17:15

তুরস্কে ভূমিকম্পে সাতজন নিহত হয়েছেন। ভূমিকম্পে ধসে পড়া ভবনে অনেকেই আটকা পড়ে আছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলো পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব তুরষ্কের ইরানের সীমান্তের আজারবাইজান প্রদেশে কাছে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ওই অঞ্চলের অন্তত ৪৩ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ইরানি সিসমোলজিক্যাল সেন্টার (আইআরএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পে নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। এবং এখন পর্যন্ত পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়ালু। তিনি আরো জানান, প্রায় ১ হাজার ৬৬টি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে।

তুরস্কের বিভিন্ন টিভি ফুটেজে যায়, ঝাঁকুনিতে বাসাবাড়ির বাইরের দেয়াল ভেঙে গেছে। রাস্তায় ফাটল পড়েছে।

প্রসঙ্গত, ইরান-তুরস্কের এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। গত মাসে তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪০ জন প্রাণ হারান। একই মাসে ইরানে আঘাত হেনেছিল আরো একটি ভূমিকম্প। এতে বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত আরও খবর