করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি চীনের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 07:05:23

প্রাণঘাতী করোনাভাইরাস চীনে ভয়াবহ রূপ নিয়েছে। করোনায় এ পর্যন্ত চীনসহ বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে মরণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলি রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এক কর্মকর্তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, করোনোভাইরাসের ভ্যাকসিন অ্যান্টিবডি আবিষ্কার করা হয়েছে। যা প্রাণীর শরীরে পরীক্ষা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ভ্যাকসিন আবিষ্কারকে যুগান্তকারী বলেও ঘোষণা করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক সং জিহেইং জানিয়েছেন, ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত একটি প্রাণীর শরীরে পরীক্ষা করে দেখা হয়েছে। এতে সফলতা পাওয়া গেছে।

তবে তিনি এই ভ্যাকসিনটি নিয়ে আরও দীর্ঘ সময় সতর্কতার সঙ্গে গবেষণার কথা বলেছেন।

এ সম্পর্কিত আরও খবর