সমকামীরা অনুৎপাদনশীল: জাপানি নারী সংসদ সদস্য

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 00:03:14

জাপানের একজন নারী সাংসদ বলেছেন, সমকামী যুগলরা অনুৎপাদনশীল এবং জনগণের ট্যাক্সের অর্থ তাদের জন্যও সমানভাবে ব্যয় করা উচিত নয়। জাপানের বহুল প্রচারিত দৈনিক আশাহি শিম্বুন জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের ঐ নারী সাংসদের নাম মিও সুজিতা এবং তিনি ক্ষমতাসীন ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন নেত্রী।

সিএনএন জানিয়েছে, মিও এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের দ্বারা মালয়েশিয়া, কোরিয়া, চীন প্রভৃতি দেশের নারীদের সম্ভ্রমহানির ঘটনার অস্তিত্ব নেই বলে বিশ্বাস করেন।

তিনি জাপানের নারীদের মিটু মুভমেন্টেরও সমালোচনা করেন।

টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ কিংসটন বলেন, পার্টির মধ্যে সে আসলে কেউই না। কিন্তু তার ডানপন্থী দর্শনের কারণে সে মিডিয়ায় পরিচিত মুখ।

সুজিতার এই মতামত নিয়ে জাপান জুড়ে সমালোচনা চলছে। কেউ কেউ তার পদত্যাগও চাচ্ছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইওকিও হাতোইয়ামা টুইট করেন, পৃথিবীতে ভালবাসা পেতে তোমাকে সন্তান উৎপাদন করার দরকার নাই। আমি চাই তারা (সমকামীরা) সম্মান নিয়ে বেঁচে থাকুক।

সুনসুকি তাকেই নামের একজন সাবেক পার্লামেন্টারি সেক্রেটারি লেখেন, তার বক্তব্যে কোন রাজনীতি নেই, ঘৃণা রয়েছে।

একটি টুইটে সুজিতা দাবি করেন, অন্যান্য সিনিয়র সাংসদরা তাকে সমর্থন করেছে।

পরে এই টুইটার তিনি ডিলেট করে বলে জাপানি গণমাধ্যমগুলো জানায়।

জাপান বিশ্বের কয়েকটি দেশের একটি যেখানে সমকামী বিয়ে আইনসম্মত।

ট্যাক্স থেকে প্রাপ্ত অর্থ কোথায় কোথায় খরচ করা হবে তা নিয়ে আলোচনার মধ্যেই এই বিতর্কিত উক্তি করলেন মিও।

জাপানের ফার্স্ট লেডি আকি আবে অবশ্য সমকামীদের পাশে দাঁড়িয়েছেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি পুনর্নির্বাচনের আগে তাদের সাংসদের মুখ থেকে এমন কথা জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে জাপানি সংবাদমাধ্যম জানায়।

 

এ সম্পর্কিত আরও খবর