একটি মাইক্রোলাইট প্লেন বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একজন পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার জিএস চিমা।
এ ঘটনা দুই জন এনসিসি ক্যাডেট আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে আইএএফ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাঞ্জাবের পাতিয়ালায় পিপিস্ট্রেল ভাইরাস এসডব্লিউ-৮০ প্রশিক্ষণ প্লেনটি এভিয়েশন ক্লাব বিমানবন্দর থেকে যাত্রা করার পরেই সেনানিবাস এলাকায় বিধ্বস্ত হয়।
এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারতীয় নৌবাহিনীর মিগ-৯৯কে গোয়া উপকূলে আরব সাগরে বিধ্বস্ত হয়। তবে ওই দুর্ঘটনায় পাইলট নিরাপদে প্লেনটি থেকে বের করে হয়ে যেতে সক্ষম হন।